শেষ ষোলোয় জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

নোভাক জোকোভিচ

উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। স্বদেশী মিওমির কেচমানোভিচকে সরাসরি সেটে হারিয়ে রাউন্ড সিক্সটিনে উঠেছেন টেনিস তারকা। শুক্রবার দিবাগত রাতে তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই জোকোভিচ ৬-০, ৬-৩, ৬-৪ গেমে হারান কেচমানোভিচকে। আগামীকাল রোববার নেদারল্যান্ডসের টিম ভ্যান রিজথোভেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবেন নোভাক।


বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা। ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। বিশ্বের এক নম্বর টেনিস তারকার লক্ষ্য উইম্বলডন জয়। সেই লক্ষ্যে এখনো পর্যন্ত অপ্রতিরোধ্য জোকোভিচ।

শুক্রবার স্বদেশী মিওমির কেচমানোভিচের বিপক্ষে প্রথম সেটে ৬-০ গেমে জেতেন জোকোভিচ। ২২ বছরের তরুণ কেচমানোভিচ দাঁড়াতেই পারেননি জোকোভিচের বিরুদ্ধে। দ্বিতীয় সেটে জোকোভিচ জেতেন ৬-৩ গেমে। প্রথম দুটি সেট সহজে জিতলেও তৃতীয় সেটে প্রতিরোধ গড়েন কেচমানোভিচ। একটা সময় ৫-২ গেমে এগিয়ে থাকা জোকোভিচ পর পর দুটি গেম হারেন। যদিও পরের গেম জিতে সরাসরি সেটেই ম্যাচ জেতেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন