সিলেট কর অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

করোনা, বন্যাসহ প্রতিকূল অবস্থার মধ্যেও সিলেট কর অঞ্চল রাজস্ব আদায় করেছে শতভাগের ওপরে। সদ্যসমাপ্ত অর্থবছরে কর অঞ্চল-সিলেটের জন্য রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৮০০ কোটি টাকা নির্ধারণ করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওই লক্ষ্যমাত্রার বিপরীতে অঞ্চলটিতে রাজস্ব আহরিত হয়েছে ৮৩৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণের হার প্রায় ১০৫ শতাংশ।

কর অঞ্চল সিলেট অফিস জানায়, ২০২০-২১ অর্থবছরে কর অঞ্চল সিলেটের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭২৫ কোটি টাকার বিপরীতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ৬৮৭ কোটি ৭৪ লাখ টাকা। ওই অর্থবছরের রাজস্ব আদায়ের তুলনায় সদ্যসমাপ্ত অর্থবছরের রাজস্ব আহরণের প্রবৃদ্ধি ২১ দশমিক শতাংশ।

কর কমিশনার মো. আবুল কালাম আজাদ জানান, কর অঞ্চল সিলেটের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নিরলস পরিশ্রমের কারণে করোনা মহামারী-উত্তর পরিস্থিতি এবং পরপর দুটি বন্যা সত্ত্বেও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়।

তিনি বলেন, আমরা সাধারণ মানুষের মন থেকে কর ভীতি দূর করার জন্য কাজ করছি। আমাদের সফলতার জন্য কর অঞ্চল সিলেটের সব করদাতা অংশীজনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন