মহামারীতে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে ৩৬০টির বেশি সংবাদপত্র

বণিক বার্তা অনলাইন

মহামারীতে যুক্তরাষ্ট্রে ৩৬০টিরও বেশি সংবাদপত্রের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে। ২০২০ সালে কভিড-১৯ শুরুর ঠিক আগ মুহূর্ত থেকে এ সংবাদপত্রগুলো বন্ধ হয়ে যায়। দ্রুত হারে বিজ্ঞাপন কমে যাওয়াকে এ ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস। 

যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনির্ভাসিটির জার্নালিজম স্কুলের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, অনেক সংবাদপত্র বিশ্লেষকের মতে কভিডে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক হওয়ায় সংবাদপত্রগুলো বন্ধ হয়। 

দেশটির নর্থওয়েস্টার্ন মেডিল স্কুল অব জার্নালিজম, মিডিয়া, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনের ভিজিটিং অধ্যাপক পেনেলোপ মিউজ অ্যাবারনাথি বলেন, আমরা ২০০৫ সাল থেকে যেই হারে সংবাদপত্রগুলো হারিয়েছি, ঠিক সেই হারে এখনও হারিয়ে চলেছি। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৫০০টির মতো সংবাদপত্র ছিল। এর মধ্যে এক-চতুর্থাংশ ২০০৫ সাল থেকে বন্ধ হয়েছে। এজন্য স্থানীয় গণমাধ্যমগুলোয় ব্যাপক কর্মী ছাঁটাই এবং প্রচারসংখ্যা হ্রাসের ঘটনাও ঘটছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন