প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা এইচঅ্যান্ডএমের

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের মার্চ-মে সময়ে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা পাওয়ার কথা জানিয়েছে এইচঅ্যান্ডএম। সময়ে সুইডিশ ফ্যাশন রিটেইল প্রতিষ্ঠানটির বিক্রিও পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছে। সংস্থাটির অনলাইন দোকান উভয় পর্যায়েই বিক্রি বেড়েছে। খবর রয়টার্স।

যদিও প্রতিষ্ঠানটি সতর্ক করেছে যে, প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা পেলেও অনেক চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, সরবরাহ ব্যবস্থার বাধা এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব।

মার্চ-মে সময়ে এইচঅ্যান্ডএমের নিট মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে ৩৩ শতাংশ বেড়ে ৩৭০ কোটি সুইডিশ ক্রোনারে (৩৬ কোটি ৪০ লাখ ডলার) পৌঁছেছে। ভূরাজনৈতিক সংকটের কারণে রাশিয়া, ইউক্রেন বেলারুশ বন্ধ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটির বিক্রি ১৭ শতাংশ বেড়ে হাজার ৪৫০ কোটি সুইডিশ ক্রোনারে দাঁড়িয়েছে।

এইচঅ্যান্ডএমের প্রধান নির্বাহী হেলেনা হেলমারসন একটি বিবৃতিতে বলেন, বিক্রির অর্থ সংগ্রহে অগ্রগতি শক্তিশালী উন্নয়নে সহায়তা করেছে। তাছাড়া বিশ্বের বেশির ভাগ অংশে কভিডজনিত বিধিনিষেধ উঠে যাওয়ায় ক্রেতারা দোকানে ফিরে এসেছেন। পাশাপাশি অনলাইনেও আমাদের শক্তিশালী বিক্রি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা বিলম্ব ধীরে ধীরে শিথিল হচ্ছে। তবে মূল্যস্ফীতি একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গিয়েছে। ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত পরিস্থিতিসহ সমস্যাগুলো আমাদের ব্যবসায়ের জন্য প্রতিনিয়ত মূল্যায়ন করা হচ্ছে। আমরা সক্রিয়ভাবে বিভিন্ন বিকল্পের দিকে নজর দিচ্ছি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন