ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওদেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন বিপুল সংখ্যক স্থানীয় সময় শুক্রবার ভোরে কৃষ্ণ সাগর বন্দর ওদেসার কাছে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং একটি রিসোর্টে হামলার ঘটনা ঘটে স্নেক আইল্যান্ড থেকে সৈন্য প্রত্যাহারের একদিন পর রুশ বাহিনী এই হামলা চালায় খবর রয়টার্স

বৃহস্পতিবার রাশিয়া বলেছে, জাতিসংঘের উদ্যোগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য বের করার মানবিক করিডোরের জন্যশুভেচ্ছার নিদর্শন হিসেবেতারা স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করেছে কিন্তু এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এটা তাদেরকৌশলগত জয় ইউক্রেন গোলাবর্ষণ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ বাহিনীকে স্নেক আইল্যান্ড থেকে বিতাড়িত করেছে এরপরই হামলা চালায় রাশিয়া

রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেছেন, এটি এখনো নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি শত্রুরা আবার ফিরে আসবে না, তা এখনো নিশ্চিত হয়নি তবে এটি দখলদারদের তৎপরতাকে উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করবে ধাপে ধাপে আমরা তাদের আমাদের সাগর, ভূমি আকাশ থেকে হটিয়ে দেবো

এদিকে লুহানস্কের পূর্ণাঙ্গ দখল নেয়ার পর্যায়ে থাকা রুশ বাহিনী সেখানকার শেষ বাধা লিসিচ্যাংস্কের ওপর অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছে, তারপরও শহরটিতে থাকা ইউক্রেনীয় বাহিনীগুলো নিজেদের অবস্থান ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে

ইউক্রেনের টেলিভিশনে আঞ্চলিক গভর্নর সেরহি হাইদাই জানিয়েছেন, রাশিয়ার গোলন্দাজ বাহিনী বিভিন্ন দিক থেকে গোলাবর্ষণ করে চলছে আর তাদের সেনাবাহিনী বেশ কয়েকটি পাশ দিয়ে এগিয়ে আসছে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র লড়াইয়ের পর রাশিয়ার বাহিনীগুলো গত সপ্তাহে সিভারস্কি দোনেছ নদীর অপর তীরের শহর সিয়েভিয়ারোদোনেৎস্ক দখল করে নেয়, তারপর থেকে লিসিচ্যাংস্ককে ঘিরে ফেলার চেষ্টা করছে তারা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন