ভারতের মনিপুরে ভূমিধসে সাত সেনাসহ নিহত ১৪

বণিক বার্তা অনলাইন

ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে ভূমিধসে সেনা বাহিনীর সাত সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো অর্ধশতাধিক মানুষ। খবর টাইমস অব ইন্ডিয়া।


বৃহস্পতিবার ভোরে মনিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে ওই ভূমি ধসের ঘটনা ঘটে।


জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি রেললাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে টেরিটোরিয়াল আর্মির সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ভূমিধস যখন হয়, তারা তখন তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।


যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের অন্তত সাতজন টেরিটোরিয়াল আর্মির সদস্য বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) পি ডুঙ্গেল বলেছেন, ধ্বংসাবশেষ থেকে ২৩ জনকে বের করা হয়েছেতাদের মধ্যে ১৪ জন মৃত। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। কিন্তু ভারি বৃষ্টির কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।


জেলা ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে বলেছেন, ওই ক্যাম্পে সেনা সদস্য ও রেলকর্মী মিলিয়ে মোট ৮১ জন ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন