খাদ্যবান্ধব কর্মসূচি

চালের দাম বেড়ে কেজি প্রতি ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

অতিদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির কেজিপ্রতি চালের দাম বেড়ে ১০ টাকা থেকে ১৫ টাকা হলো। খাদ্য অধিদপ্তরের কর্মসূচির চালের বিক্রিমূল্য পুনর্নির্ধারণ করে গত ২২ জুন অর্থ মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে চালের নতুন মূল্য কার্যকর করতে গতকাল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ নীতিমালা, ২০১৬ অনুযায়ী খাদ্যবান্ধব কার্যক্রমের আওতায় দরিদ্র জনসংখ্যার মধ্য থেকে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত সর্বোচ্চ ৫০ লাখ পরিবারকে কর্মাভাবকালীন (সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর এবং মার্চ এপ্রিল) পাঁচ মাস (প্রতি মাসে ৩০ কেজি) চাল বিক্রির ক্ষেত্রে মূল্য পুনর্নির্ধারণ করা হলো।

এতে আরো বলা হয়, সমতল দুর্গম এলাকার জন্য ভোক্তা পর্যায়ে (প্রতিটি নির্বাচিত পরিবারের কাছে) চালের খুচরা বিক্রিমূল্য প্রতি কেজি ১৫ টাকা এবং এক্স-গোডাউন মূল্য (ডিলারের কাছে বিক্রয়মূল্য) সমতল এলাকার জন্য প্রতি কেজি ১৩ টাকা ৫০ পয়সা এবং দুর্গম এলাকার জন্য প্রতি কেজি ১৩ টাকা। পুনর্নির্ধারিত হার ২০২২-২৩ অর্থবছর থেকেই অর্থাৎ জুলাই থেকে কার্যকর হবে বলেও চিঠিকে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে গত জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী মুস্তফা কামাল জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চালের দাম ১০ টাকা থেকে বেড়ে ১৫ টাকা হচ্ছে। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তটি বহাল রেখে গতকাল জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পাস হয়েছে।

তাই আজ থেকে অর্থাৎ নতুন অর্থবছরের শুরু থেকেই থেকে নিম্ন আয়ের পরিবারগুলোকে মাসে ১৫০ টাকা অর্থাৎ বছরের পাঁচ মাসে মোট ৭৫০ টাকা বাড়তি গুনতে হবে। ১২ মাসের মধ্যে পাঁচ মাসই চাল দেয়া হয়। ভর্তুকি কমানোর জন্য সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছর থেকে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ৫০ লাখ পরিবারকে মাথায় রেখে কর্মসূচি চালু করা হয়। এটিকে বলা হয় প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিং খাদ্যবান্ধব কর্মসূচি কর্মসূচি বাস্তবায়ন করছে খাদ্য অধিদপ্তর। কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বিধবা, বয়স্ক, পরিবারপ্রধান নারী, নিম্ন আয়ের দুস্থ পরিবারপ্রধানদের অগ্রাধিকার ভিত্তিতে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার একটি তালিকা রয়েছে।  প্রতি বছরের মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর পাঁচ মাস গরিব মানুষের কাজের অভাব থাকে। তাই পাঁচ মাস ১০ টাকা কেজি দরে পরিবারগুলোকে চাল কেনার সুযোগ দিয়ে আসছে সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন