কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামে ধরলার পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল ছবি: নিজস্ব আলোকচিত্রী

কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বেড়ে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উজানের ঢলে ধরলা দুধকুমার নদের পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে তিস্তা ব্রহ্মপুত্রের পানিও। এতে নতুন করে প্লাবিত হয়ে পড়েছে নদ-নদী অববাহিকার নিম্ন চরাঞ্চল। প্রথম দফা বন্যার ধকল কাটতে না কাটতেই আবারো দ্বিতীয় দফায় ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে বানভাসিরা।

প্রথম দফা বন্যায় অন্যান্য ফসলের ক্ষতি হলেও দ্বিতীয় দফা বন্যায় পাট খেতের ক্ষতি নিয়ে চিন্তিত এসব এলাকার কৃষক।

এদিকে নতুন করে নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আবারো বন্যার আশঙ্কা নিয়ে দিন পার কারছেন বানভাসিরা।

সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চর সবুজপাড়া এলাকার আবেদ আলী জানান, প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এখনো মেরামত করতে পারিনি। এরই মধ্যে আবারো ধরলার পানি বাড়তে শুরু করেছে। খুব সমস্যায় আছি।

সদরের যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরের জহুরুল ইসলাম জানান, চরের প্রতিটি বাড়িতে ঘরের চাল পর্যন্ত পানি উঠেছিল। সে পানি নেমে যাওয়ার পর আবারো পানি বেড়ে ঘরবাড়িতে প্রবেশ করতে শুরু করেছে। এমনিতেই প্রায় দুই সপ্তাহ ধরে নৌকায় বসবাস করেছি। পানি নেমে যাওয়ার তিন-চারদিনের মাথায় আবার বাড়ল। সময় হাতে কাজ নেই। গত বন্যায় সব শেষ হয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে খুব কষ্টে আছি।

সদর উপজেলার চর ভগবতীপুরের নূরবানু জানান, প্রায় ২০ দিন বন্যার দুর্ভোগে ছিলাম। ঠিকমতো রান্না করতে পারিনি। ছোট ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে ছিলাম। সে বন্যার পানি নামার পর আবারো বন্যা এল। পানি আরো বাড়লে কষ্টের শেষ থাকবে না। 

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন জানান, উজানের ঢলে কুড়িগ্রামের ধরলা দুধকুমারের পানি বেড়ে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উজানে আরো ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ধরলা, তিস্তা দুধকুমার, তিস্তাসহ নদ-নদীর পানি আরো বাড়তে পারে। বড় কোনো বন্যার আশঙ্কা আপাতত নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন