সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৭

বণিক বার্তা ডেস্ক

নরসিংদীর রায়পুরায় কাভার্ড ভ্যানচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া চাঁদপুরের কচুয়া উপজেলায় আরো দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

নরসিংদী: জেলার রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানচাপায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল সকাল ৬টার দিকে মহাসড়কের মাহমুদাবাদে ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫০), মাহমুদাবাদ মিস্ত্রিবাড়ীর তারেব মিয়ার ছেলে মাসাকিন (৪৫), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাজাহান মিয়া (৫০), টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫)   সরদারবাড়ীর জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৬৫)

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। সময় কয়েকটি দোকান একটি ইজিবাইক চাপা দেয় কাভার্ড ভ্যানটি। এতে সবজিবিক্রেতা ফারুক মাসকিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের ভৈরব হাসপাতালে নেয়ার পর সেখান রিপন মিয়া মারা যান এবং বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাজাহান বাচ্চু মিয়া নামে আরো দুজন মারা যান।

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

নেত্রকোনা: জেলার কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে আলফা আক্তার () নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের রায়পুরে দুর্ঘটনা ঘটে। নিহত আলফা উপজেলার পিজাহাতী গ্রামের রহমত বাঙালীর মেয়ে। সে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল।

কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিসহ চালক নুরুল আলমকে (২৮) আটক করা হয়েছে।

চাঁদপুর: জেলার কচুয়া উপজেলার গৌরীপুর-কচুয়া সড়কের বায়েক এলাকায় গতকাল সকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসাইননগর গ্রামের আবুল হাশেমের ছেলে। কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন