রাজবাড়ীতে ই-কমার্স কোম্পানি খুলে প্রতারণার অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে জেকা বাজার নামে একটি -কমার্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অভিযোগ  করেন ভুক্তভোগীরা।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী মোকলেছুর রহমান আপন, মো. জুবায়ের, হাবিবুর রহমান রনি, ওমর আলী, রনি, ইসহাক, রাব্বি আলম, শুভ, মোস্তাক, মজনু, নজরুল, রাজন প্রমুখ বক্তৃতা করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার শুকুর আলীর ছেলে জাবিউল্লাহ খান জাবের জেকা বাজার নামে একটি -কমার্স (এমএলএম) কোম্পানি খুলে রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পণ্যের চটকদার বিজ্ঞাপন প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০-৭০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

বক্তারা অবিলম্বে জেকা বাজারের প্রধান কালুখালী উপজেলার শুকুর আলীর ছেলে জাবিউল্লাহ খান জাবেরকে গ্রেফতারের দাবি জানান। এদিকে তার প্রতারণার খবর প্রশাসন জানার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেকা বাজার নামের ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন