কক্সবাজারে নালার ওপর নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ

বণিক বার্তা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড মোড়ে নালা দখল করে নির্মাণাধীন বহুতল মার্কেট উচ্ছেদ করেছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে গতকাল বিকালে উচ্ছেদ অভিযান চালানো হয়। সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানায়, লিংক রোড মোড়ে বনফুল মিষ্টির দোকানের পেছনে কাঁচাবাজারসংলগ্ন নালা দখল করে এক মাস ধরে স্থাপনা নির্মাণ করছেন উত্তর মহুরিপাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র জাফর আলম। এতে নালাসংলগ্ল এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান বলেন, সরকারি নালা দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার: কক্সবাজারের টেকনাফ শাপলাপুরের মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে হুরাইরা তিন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১৫। সময় তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার মৌলভী মকসুদুর রহমানের ছেলে আবু হুরাইরা মোহাম্মদ (২৬), একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম (২১) ঝুমপাড়ার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন