সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল দেশের পুঁজিবাজারে সূচক লেনদেনে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৪২ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও বেড়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক দর সংশোধনের কারণে অনেক শেয়ারের দর বর্তমানে আকর্ষণীয় অবস্থানে রয়েছে। কারণে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা দেখা গেছে। তবে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এখনো পুরোপুরি ফিরে আসেনি। বিশেষ করে দেশজুড়ে আবারো কভিড-১৯-এর সংক্রমণ বাড়ার বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা কাজ করছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে। কিছুক্ষণ পরপরই সূচকের ওঠানামা ছিল লক্ষণীয়। তবে শেষ ঘণ্টার ক্রয়চাপের কারণে শেষ পর্যন্ত দিনশেষে ২৭ পয়েন্ট বেড়ে হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল হাজার ৩৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল দশমিক পয়েন্ট বেড়ে হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল হাজার ২৯৫ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল হাজার ৩৮৫ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে রবি আজিয়াটা, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক এশিয়ার শেয়ারের।

ডিএসইতে গতকাল ৯৩৭ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ৮০৫ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত ছিল ৫০টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ দশমিক শতাংশ দখলে নিয়েছে ওষুধ রসায়ন খাত। ১১ দশমিক শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। বিবিধ খাতের দখলে ছিল লেনদেনের দশমিক শতাংশ। এছাড়া জ্বালানি বিদ্যুৎ খাতের দখলে ছিল মোট লেনদেনের দশমিক শতাংশ। দশমিক শতাংশ ইতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল কাগজ মুদ্রণ খাত। অন্যদিকে সবচেয়ে বেশি দশমিক শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে বিবিধ খাতে।

ডিএসইতে গতকাল লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো লিমিটেড, শাইন পুকুর সিরামিকস, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, তিতাস গ্যাস, ফুওয়াং ফুড, সোনালি পেপার সালভো কেমিক্যাল।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ২০৪ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৩৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৬৯০ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত ছিল ৪০টির বাজারদর। গতকাল সিএসইতে ৩২ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২০ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন