কারণ ছাড়াই বাড়ছে ইমাম বাটনের শেয়ারদর

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর লেনদেন বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য জানিয়েছে ওষুধ রসায়ন খাতের কোম্পানিটি।

গত জুন থেকে ডিএসইতে ইমাম বাটনের শেয়ারদর ঊর্ধ্বমুখী দেখা গেছে। দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭৯ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ১৩১ টাকা ৮০ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫২ টাকা ৪০ পয়সা বা ৬৬ শতাংশ। অন্যদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত ২৭ জুন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। দিন কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল লাখ ৯৬ হাজার ৮৩৩টি। সর্বশেষ গতকাল লাখ ১৪ হাজার ৯০৭টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে শেয়ারদর লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ২৯ জুন কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই। একদিন পর এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন