বিতরণ ও সঞ্চালন চার্জ নির্ধারণের তথ্য জানিয়েছে তিতাস গ্যাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিতরণ সঞ্চালন চার্জ নির্ধারণের বিষয়টি বিনিয়োগকারীদের অবহিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তথ্য জানিয়েছে কোম্পানিটি।

স্টক এক্সচেঞ্জকে দেয়া তথ্যানুসারে, বছরের জুন জারি করা নির্দেশনায় বিইআরসি তিতাস গ্যাসের গ্রাহকদের বিতরণ চার্জ প্রতি ঘনমিটারে দশমিক ১৩ টাকা সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারে দশমিক হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) তিতাস গ্যাসের আয় হয়েছে ১৩ হাজার ৫৬৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ের আয় ছিল ১৩ হাজার ২৬৯ কোটি টাকা। সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২০৪ কোটি ৩৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২০৯ কোটি ৭৩ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন