লংকাবাংলা ফাইন্যান্সের ঋণমান ‘ডাবল এ থ্রি’ ও ‘এসটি-টু’

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদেডাবল থ্রি স্বল্পমেয়াদেএসটি-টু ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ডিএসইর মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির  সমন্বিত ইপিএস হয়েছে টাকা ৩৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল টাকা ৮১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১৯ টাকা ৮২ পয়সায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন