প্রাথমিক অনুমানের চেয়ে বেশি সংকুচিত মার্কিন অর্থনীতি

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক দশমিক শতাংশ সংকুচিত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় সংকোচনের হার প্রাথমিক অনুমানের চেয়ে বেশি। এর আগে গত এপ্রিলে সরকার সময়ে দশমিক শতাংশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমার কথা জানিয়েছিল। খবর এপি।

২০২০ সালে কভিডজনিত মন্দার পর ২০২১ সালের শেষ তিন মাসে দশমিক শতাংশ প্রসারিত হয়েছিল যুক্তরাষ্ট্রের জিডিপি। তবে দেশটির মূল্যস্ফীতি ৪০ বছরের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং ভোক্তা আস্থা রেকর্ড নিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে।

এর আগে গত মাসেও বাণিজ্য বিভাগ দশমিক শতাংশ জিডিপি সংকোচনের অনুমান করেছিল। তবে তৃতীয় সর্বশেষ অনুমানে দশমিক শতাংশ সংকোচনের কথা বলা হয়েছে। এমন অবস্থায়ও মন্দার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন কিছু বিশেষজ্ঞ। চলতি বছরের শেষ দিকে অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধিতে ফিরবে বলে আশা করছেন তারা। কারণ রেকর্ড পর্যায়ের বাণিজ্য ঘাটতি বিদেশী পণ্য পরিষেবার উচ্চচাহিদা অব্যাহত থাকার ইঙ্গিত দিচ্ছে। তাছাড়া সময়ে ব্যবসায়িক বিনিয়োগও শতাংশ বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন