প্রথম প্রান্তিকে শ্রীলংকার অর্থনীতি ১.৬% সংকুচিত

বণিক বার্তা ডেস্ক

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা। দেশটির আদমশুমারি পরিসংখ্যান (ডিসিএস) বিভাগের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শ্রীলংকার অর্থনীতি দশমিক শতাংশ সংকুচিত হয়েছে। খবর নিউজওয়াইর।

গত বছর একই সময়ের তুলনায় বছরের প্রথম প্রান্তিকে শ্রীলংকার অর্থনৈতিক সংকোচন হার লক্ষণীয় মাত্রায় কম ছিল। দেশটির ডিসিএস বিভাগ সম্প্রতি শ্রীলংকার দেশীয় উৎপাদনের (জিডিপি) বিষয়ে পূর্বাভাস দিয়েছে। ডিসিএস বিভাগ জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় জিডিপির হার দশমিক শতাংশ সংকুচিত হবে।

২০২০ সালে কভিড-১৯ মহামারীর কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শ্রীলংকার অর্থনীতি। গত বছরও নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে এর ধারবাহিকতা অব্যাহত থাকে। সংকট কাটিয়ে বছরের শুরুতে কিছুটা উন্নতির মুখ দেখে শ্রীলংকার অর্থনীতি। তবে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির হার, বিদেশী বিনিময় হারের পতন ডলার ঘাটতির কারণে প্রথম প্রান্তিকেই প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। ফলে গত বছরের তুলনায় বছরের প্রথম প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম ছিল।

এদিকে রাসায়নিক সারের সংকটের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষি উৎপাদন। ২০১৫ সালের পর বছরের প্রথম তিন মাস ছিল শ্রীলংকার কৃষি অর্থনীতির জন্য সবচেয়ে খারাপ সময়। প্রান্তিকে দেশটির কৃষি অর্থনীতি ব্যাপকভাবে সংকুচিত হয়।

এছাড়া জ্বালানি আমদানির ওপরও ছিল নানা ধরনের বিধিনিষেধ। এতে সব ধরনের শিল্পোৎপাদন কারখানার উৎপাদন ব্যাহত হয়। বছরের প্রথম প্রান্তিকে শিল্পোৎপাদন খাতের উৎপাদন নিম্নমুখী হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে শ্রীলংকার জিডিপি দাঁড়ায় প্রায় লাখ ৪৬ হাজার ৩১০ কোটি রুপি। অথচ গত বছরের একই সময়ে দেশটির জিডিপি ছিল প্রায় লাখ ৫১ হাজার ৯৯২ কোটি রুপি। গত বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার শতাংশ থাকলেও বছরের প্রথম প্রান্তিকে তা দশমিক শতাংশ সংকোচনের মুখোমুখি হয়।

বছরের প্রথম তিন মাসে কৃষি শিল্প খাত দশমিক শতাংশ সংকুচিত হয়। অথচ গত বছরের একই সময়ে সংশ্লিষ্ট খাত দশমিক শতাংশ সম্প্রসারিত হয়। রাসায়নিক সারের ঘাটতির কারণে কৃষি কার্যক্রম ব্যাহত হয়। চাল উৎপাদন ৩৩ দশমিক শতাংশ, চা ১৫, রবার ১৩ দশমিক , শাকসবজি দশমিক ফল উৎপাদন দশমিক শতাংশ সংকুচিত হয়। সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির অর্থনীতিতে ধস নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন