পদ্মা সেতুর নাট-বল্টু খোলার ঘটনায় আরেক তরুণ গ্রেফতার

বণিক বার্তা অনলাইন

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেসবুক ও টিকটকে ভিডিও পোস্ট দেয়ার সঙ্গে জড়িত আরো এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত তরুণের নাম মো. মেহেদী (২৫)। 

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার ফারুক হোসেন জানান, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি) মেহেদীকে গ্রেফতার করেছে। মেহেদীর বাবা মো. মনির হোসেনও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ জুন ভোরে ডিবি পুলিশ তার ছেলেকে নোয়াখালী থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে এসেছে। 

এর আগে গত ২৭ জুন সন্ধ্যা ৭টার দিকে মেহেদীর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার তার বাড়িতে পৌঁছে দেয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় মেহেদীকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন