পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মৃত স্বতন্ত্র পরিচালক কাজী ফজলুর রহমানের ধারণ করা ৪৯ হাজার ৫০০ শেয়ার নমিনি হিসেবে তার ছেলে কাজী তানভীর এফ রহমানের অ্যাকাউন্টে পাঠানো হবে। বীমা কোম্পানিটির অন্যতম এ স্বতন্ত্র পরিচালক ২০১৯ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৩৩ দশমিক ৮৭ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২০ দশমিক ৫৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪৫ দশমিক ৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২৬ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১০ টাকা ও ২৩৯ টাকা।
কোম্পানিটি সর্বশেষ ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, ২০১৬ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।