বাংলাদেশ থেকে হজে গিয়েছেন ৪৪ হাজার ২৩৩ জন

বণিক বার্তা অনলাইন

বাংলাদেশ থেকে গত ২৪ দিনে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৪৪ হাজার ২৩৩ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪০ হাজার ৮৪৮ জন হজে গেছেন। এছাড়া হজে গিয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, গতকাল মঙ্গলবার মো. আব্দুল গফুর মিয়া নামে একজনের মৃত্যু হয়। ৬১ বছর বয়সী এই বৃদ্ধ টাঙ্গাইলের বাসিন্দা।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে। এ বছর সরকারি-বেসরকারি মিলিয়ে ৬০ হাজার বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১১৫ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৮৮৫ জন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন