থ্রিডি কনটেন্ট রানিং ফিচার নিয়ে এইচটিসির ডিজায়ার ২২ প্রো

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাজ্যের বাজারে সম্প্রতি নতুন স্মার্টফোন ডিজায়ার ২২ প্রো উন্মোচন করেছে এইচটিসি। প্রতিষ্ঠানটি জানায়, ইমারসিভ এক্সপেরিয়েন্সের জন্য ডিভাইসটি আনা হয়েছে। পাশাপাশি এইচটিসি ভাইভ ফ্লো ভিআর গ্লাস ব্যবহারের মাধ্যমে টুডি থ্রিডি কনটেন্টও চালানো যাবে। খবর গিজমোচায়না।

এইচটিসি ডিজায়ার ২২ প্রো ডিভাইসে ডুয়াল ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে। এতে দশমিক ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে দেয়া হয়েছে, যার রেজল্যুশন ১০৮০২৪১২ পিক্সেল রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি প্রসেসর জিবি র‌্যাম দেয়া হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ রয়েছে।

ডিভাইসটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রথমেই রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এরপর ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সব শেষে মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে। সেলফি ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে সফটওয়্যারভিত্তিক কিছু ফিচারও রয়েছে।

এইচটিসি ডিজয়ার ২২ প্রো-তে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। কানেক্টিভিটির দিক থেকে এতে ফাইভজি, ফোরজি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ., এনএফসি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। নতুন স্মার্টফোনটিতে এক্সিলারোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, কম্পাস, জায়রো, প্রক্সিমিটি সেন্সর বায়োমেট্রিক তথ্য শনাক্তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ডিভাইসটিতে হাজার ৫২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারির পাশাপাশি ১৮ ওয়াটের কুইক চার্জ ভার্সন - রয়েছে। ডিভাইসটিকে ওয়্যারলেস রিভার্স চার্জিং প্রযুক্তিও কাজ করে। এর ওজন ২০৫ গ্রাম। ডিভাইসটির জিবি র‌্যাম ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের একমাত্র ভ্যারিয়েন্টের দাম ৩৮ হাজার ৫৫০ রুপি। শুধু কালো রঙেই এটি বাজারে আনা হয়েছে। তবে বিশ্ববাজারে উন্মোচনের বিষয়ে কিছু জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন