শ্রীলংকায় লক্ষণীয় মাত্রায় কমেছে সিলন চা উৎপাদন

বণিক বার্তা ডেস্ক

গত মাসে শ্রীলংকায় সিলন চা উৎপাদন ২০২১ সালের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৩০ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৬০ লাখ ৪০ হাজার কেজিতে। অন্যদিকে বছরের প্রথম পাঁচ মাসে পানীয় পণ্যটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমেছে। ফোর্বস ওয়াকারস টি ব্রোকার্সের প্রকাশিত প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য বলছে, গত মাসে উচ্চফলনশীল চায়ের উৎপাদন ১৫ দশমিক ৯৭ শতাংশ কমে ৬৩ লাখ কেজিতে নেমেছে। মাঝারি ফলনশীল চা উৎপাদন ১৯ দশমিক ৮৩ শতাংশ কমে ৪৭ লাখ কেজিতে নেমেছে। নিম্ন ফলনশীল চা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে কোটি ৪৮ লাখ কেজিতে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম।

তথ্য বলছে, ক্ষুদ্র বাগান মালিকরাই নিম্ন ফলনশীল চা বেশি উৎপাদন করে। মধ্যপ্রাচ্য মধ্য এশিয়ার দেশগুলোয় চা সিলন চায়ের ব্যাপক চাহিদা রয়েছে।

মে মাসে শ্রীলংকার বাজারে চায়ের গড় দাম ছিল ডলার ৬৯ সেন্ট বা হাজার ৩২৪ দশমিক ৯৫ রুপি। চলতি বছরের মার্চে ডলারের বিপরীতে দেশটির মুদ্রার ব্যাপক দরপতন দেখা দেয়। এরপর চা রফতানি থেকে দেশটি বেশ ভালো পরিমাণ বৈশ্বিক মুদ্রা আয় করেছে।

দেশটির মাহিন্দা রাজাপাকসে সরকার গত বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর দেশটিতে অন্যান্য কৃষিপণ্যের পাশাপাশি চা উৎপাদন কমতে শুরু করে। চলতি বছরও উৎপাদন নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন