২০২৮ সালে গাড়ি বিক্রিতে ইভির হিস্যা হবে ৩৩ শতাংশ

বণিক বার্তা ডেস্ক

কার্বন নিঃসরণ বন্ধে বিশ্বজুড়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। ছোট থেকে বড় বেশির ভাগ অটোমোবাইল সংস্থাই বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে মনোযোগ বাড়াচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহকের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে পরিবেশবান্ধব এসব গাড়ি। নতুন একটি প্রতিবেদন বলছে, ২০২৮ সাল নাগাদ মোট গাড়ি বিক্রিতে ইভির হিস্যা ৩৩ শতাংশে উন্নীত হবে।

ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান অ্যালিক্সপার্টনারস অনুসারে, ২০২৮ সালের মধ্যে মোট গাড়ি বিক্রিতে ইভির অংশ ৩৩ শতাংশে উন্নীত হতে পারে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে এটি ৫৪ শতাংশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। প্রধান বাজারগুলোয় চাহিদা ত্বরান্বিত হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে ইভির বিক্রি বাড়ছে।

গত বছর মোট গাড়ি বিক্রিতে ইভির হিস্যা ছিল শতাংশেরও কম। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইভি বিক্রির অনুপাত ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এমন ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সরবরাহকারীরা ২০২২-২৬ সাল পর্যন্ত ইভি এবং ব্যাটারিতে অন্তত ৫২ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ হবে বলে আশা করছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন