চীন ও উত্তর আমেরিকায় নিম্নমুখী বিক্রি

গত তিন মাসে মুনাফা কমেছে নাইকির

বণিক বার্তা ডেস্ক

কভিডজনিত প্রতিবন্ধকতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে চীন উত্তর আমেরিকায় বিক্রি কমেছে নাইকির। ফলে গত তিন মাসে স্পোর্টসওয়্যার জায়ান্টের মুনাফাও নিম্নমুখী হয়েছে। যদিও মহামারীর বিপর্যস্ত সময়ে শক্তিশালী বিক্রির দেখা পায় প্রতিষ্ঠানটি। সে সময় অনলাইনে সংস্থাটির বিক্রি কয়েকগুণ বেড়ে গিয়েছিল। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।

মহামারীতে বিক্রি বাড়লেও এশিয়ায় নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে নাইকি। লকডাউনে কারখানা বন্ধ হয়ে সংস্থাটির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল। অবস্থায় সংস্থাটির মজুদও কমে গিয়েছে। ফলে বছরের বাকি সময়েও কম মুনাফার আশঙ্কা করছে সংস্থাটি।

নাইকি জানিয়েছে, ৩১ মে শেষ হওয়া তিন মাসে প্রতিষ্ঠানটির মুনাফা ১৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় শতাংশ কম। সময়ে যুক্তরাষ্ট্রের ওরেগনভিত্তিক প্রতিষ্ঠানটির আয় শতাংশ কমে হাজার ২২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবালডাটার ব্যবস্থাপনা পরিচালক নিল সন্ডার্স বলেন, নাইকির মুনাফার পরিসংখ্যান যুক্তিসংগতভাবে ভালো। তবে বিস্তারিত বিবরণে বিভিন্ন প্রতিবন্ধকতা লুকিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর আমেরিকায় কঠিন মূল্যস্ফীতির পরিবেশ। এটি ভোক্তাদের ব্যয় করতে নিরুৎসাহিত করেছে। আরেকটি প্রতিবন্ধকতা হলো চীনের লকডাউনে সেখানকার ভোক্তাদের আচরণে আকস্মিক পরিবর্তন ঘটাচ্ছে। যা- হোক চীন পুনরায় বিধিনিষেধ শিথিলের সঙ্গে সঙ্গে দেশটিতে বিক্রিও পুনরুদ্ধার হবে বলে মনে করেন তিনি।

বছরের বাকি সময়ে নিম্ন মুনাফার পূর্বাভাসের খবরে নাইকির শেয়ারদর নিম্নমুখী হয়েছে। সংস্থাটির প্রধান আর্থিক কর্মকর্তা ম্যাথিউ ফ্রেন্ড বলেন, আমরা উচ্চ মূল্যস্ফীতির প্রভাব নিয়ে ভোক্তাদের আচরণ পর্যবেক্ষণ করছি। উচ্চ পণ্য পরিবহন ব্যয় এবং সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা আমাদের মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন