সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১২টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে প্রায় ৩৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ১৩ পয়েন্ট বেড়ে দুই হাজার ২৯৮ ও শরিয়াহ সূচক ডিএসইএস সাত পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম দুই ঘন্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫টির, কমেছে ৭৮টির, আর অপরবর্তিত রয়েছে ৪৭টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৩৩৪ কোটি ৩৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন