ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৩

বণিক বার্তা অনলাইন

ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের মুম্বাইয়ের পূর্ব কুরলা নামক স্থানে চারতলা ভবন ধসে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১১ জন। গতকাল সোমবার রাত ১১টা ৫২ মিনিটে ভগ্ন প্রায় ভবনটি ধসে পরে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভবনটি ধ্বসে পরার কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি, দুটি উদ্ধার ভ্যান এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় । ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধংসস্তুপের নিচে অন্তত বিশ জন চাপা পরে থাকতে পারে।

স্থানীয় কাউন্সিলর প্রাভিনা মোরাজকার বলছেন, আমরা আশঙ্কা করছি ধংসস্তুপের নিচে আরো মানুষ চাপা পরে থাকতে পারে । আমাদের উদ্ধার কার্য়ক্রম এখনো চলছে।

তিনি আরো বলেন, পাঁচ-ছয় বছর আগে ভবনটি খালি করার নির্দেশনা দেয়া হয়েছিলো । তারপরও লোকজন এখানে বসবাস করে আসছিল। সোমবার রাতে ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে পরে। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় লোকজন আন্তত পাঁচজন কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দখলদার ও ভারাটিয়াদের দ্রুত বাকি ভবন গুলো ত্যাগ করতে বলেন এ কাউন্সিলর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন