শ্রীলঙ্কায় দুই সপ্তাহের জন্য অগুরুত্বপূর্ণ খাতে পেট্রল বিক্রি বন্ধ

বণিক বার্তা অনলাইন

ছবি: বিবিসি

তীব্র জ্বালানী সংকট অর্থনৈতিক মন্দার প্রভাবে শ্রীলঙ্কায় দুই সপ্তাহের জন্য অগুরুত্বপূর্ণ খাতে পেট্রল বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার গতকাল সোমবার ব্যক্তিগত গাড়ির জন্য পেট্রল ডিজেল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে আগামী ১০ জুলাই পর্যন্ত খবর বিবিসি।

বাস, ট্রেন, জরুরি হাসপাতাল পরিষেবা এবং খাদ্য পরিবহনে নিয়োজিত গাড়িগুলো কিনতে পারবে পেট্রল এছাড়া আর কোন খাতে পেট্রল বিক্রি করবে না দেশটিএছাড়া জ্বালানি সাশ্রয় করতে শহরে অবস্থিত স্কুলগুলো ছুটি ঘোষনা করা হয়েছে চাকুরিজীবীদের নির্দেশনা দেয়া হয়েছে বাসায় থেকে কাজ করতে

শ্রীলংকার মন্ত্রীপরিষদ সদস্য বান্দুলা গুনাবর্ধনে বলেছেন, শ্রীলংকার ইতিহাসে এমন তীব্র অর্থ-সংকট আর কখনো দেখেনি দেশটি

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানাচ্ছে, জরুরি পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে এখন পর্যন্ত নয় হাজার টন ডিজেল এবং ছয় হাজার টন পেট্রল মজুদ আছে স্বাভাবিক চাহিদা অনুযায়ী ধারণা করা হচ্ছে আগামী এক সপ্তাহে মজুদ শেষ হয়ে যাবে

অর্থনৈতিক গবেষণা পূর্বাভাস দানকারী প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনোমিক্সের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ অ্যালেক্স হোমস বিবিসিকে জানান, শ্রীলংকার এ জ্বালানি বিধিনিষেধ দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটেরই লক্ষণ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন