জর্ডানে বিষাক্ত গ্যাস লিকেজে ১২ জনের মৃত্যু

বণিক বার্তা অনলাইন

ছবি : রয়টার্স

জর্ডানে একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজ হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন আরো ২৫১ জন স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় দুর্ঘটনা ঘটেছে খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে, জিবুতিতে রফতানি করা ২৫ টন বিষাক্ত ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাংক পরিবহনের সময় পড়ে যায়, সেটি লিকেজ হয়ে আশপাশে গ্যাস ছড়িয়ে পড়ে

জর্ডানের জননিরাপত্তা বিভাগ জানায়, ট্যাংকারে করে বিষাক্ত ক্লোরিন গ্যাস নিয়ে যাওয়া হচ্ছিল সময় তা ক্রেন থেকে জাহাজের ডেকে আছড়ে পড়ে লিকেজ হয় এরপর হলুদ রঙের এই গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এতে ১২ জনের মৃত্যু হয় এবং ২৫১ জন অসুস্থ হন অসুস্থদের মধ্যে ১৯৯ জন হাসপাতালে ভর্তি আছেন দুর্ঘটনার পর ওই অঞ্চলে লোকজনের চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ

আকাবা বন্দরের উপপরিচালক জানান, ওই ট্যাংকারে ২৫ থেকে ৩০ টন ক্লোরিন ছিলো, যা জিবুতিতে রফতানি করার প্রস্তুতি চলছিলো

 

ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে পর্যন্ত সকল আবাসিক এলাকার বাসিন্দাকে ঘরে থাকার এবং দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা জামাল ওবেদাত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন