দুস্থ নারী ও শিশুদের চিকিৎসা ও শিক্ষা সহায়তায় অনুদান

নিজস্ব প্রতিবেদক

দুস্থ নারী শিশুদের শিক্ষা, চিকিৎসা সহায়তা সাধারণ আর্থিক অনুদান হিসেবে কোটি ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা শিশু কল্যাণ তহবিল বোর্ড থেকে হাজার ৮৩৬ জনকে অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে নির্যাতিত, দুস্থ মহিলা শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলামসহ মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই: মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অধীন পাঁচটি দপ্তর-সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।

মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে এপিএতে সই করেন মহাপরিচালক ফরিদা পারভীন, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান এবং জাতীয় মহিলা সংস্থা ডিএনএ অধিদপ্তরের পক্ষে নির্বাহী পরিচালক সাকিউন নাহার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন