খেলাঘরের ৭০ বছর পূর্তিতে বৃক্ষরোপণ শুরু

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে মুুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের সর্ববৃহৎ জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের গৌরবময় ৭০ বছর পূর্তি উৎসবের সূচনা ঘটেছে। সংগঠনের পক্ষ থেকে বছরব্যাপী আয়োজন চলবে দেশজুড়ে।

গতকাল সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি বাংলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে খেলাঘরের ৭০ জন ভাই-বোন অতিথি-সংগঠকদের সঙ্গে উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। দুই একাডেমি প্রাঙ্গণে রোপিত হয় পলাশ, শিমুল, কাঁঠালচাঁপা, মেহগনি, নিম, আম, আমড়া, লটকন প্রভৃতি বৃক্ষের চারা।

শিশু একাডেমির সেমিনারকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির চেয়ারম্যান নাট্যব্যক্তিত্ব লাকি ইনাম। বিশেষ অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক মো. শফিকুল ইসলাম।

বাংলা একাডেমির বটতলার মঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি আনজীর লিটন। বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী জাতীয় পরিষদ সদস্য . শাহাদাৎ হোসেন নিপু। দুই অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন পান্না কায়সার। সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা এবং সঞ্চালনা করেন সমাজকল্যাণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকমণ্ডলীর সদস্য শিল্পী রহমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন