স্টার্টআপ ইকোসিস্টেম বিষয়ক সেমিনার

বাংলালিংকের ডিজিটাল প্লাটফর্ম আশাব্যঞ্জক

নিজস্ব প্রতিবেদক

বাংলালিংক স্টার্টআপ বাংলাদেশ গতকাল যৌথভাবে আগারগাঁওয়ের বিসিসি মিলনায়তনে রোড টু নিউ ডিজিটাল ইকোসিস্টেম ডেভেলপিং টেক অন্ট্রাপ্রেনিউরস শীর্ষক একটি সেমিনার আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম। সেমিনারে আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে অ্যাপলিংকের মতো ডিজিটাল মার্কেটপ্লেসের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় সেমিনারে। অ্যাপলিংক বাংলালিংকের একটি ডিজিটাল মার্কেটপ্লেস, যেখানে অ্যাপ ডেভেলপাররা অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য প্রয়োজনীয় সুবিধা পেয়ে থাকেন। বক্তারা দেশে স্টার্টআপের উন্নয়ন প্রযুক্তি উদ্যোক্তাদের সহযোগিতার ক্ষেত্রে বাংলালিংকের মতো ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

তাইমুর রহমানের উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে সেমিনারের সূচনা হয়। এরপর বাংলালিংকের ওপর একটি পরিবেশনা উপস্থাপিত হয়। সামি আহমেদ এনএম জিয়াউল আলম দেশে স্টার্টআপের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের বক্তব্য প্রদান করেন। প্রশ্নোত্তর পর্ব ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

এনএম জিয়াউল আলম বলেন, বাংলালিংক দেশে তৈরি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যেভাবে আমাদের তরুণ আইটি পেশাদারদের উৎসাহিত করছে, তা সত্যিই আশাব্যঞ্জক। ধরনের প্লাটফর্মগুলোকে কাজে লাগিয়ে তারা আইটি সেক্টরের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। প্রতিভাবান তরুণরা স্থানীয় প্রযুক্তি বাজারে সরাসরি যুক্ত হতে পারলে প্রযুক্তিভিত্তিক উদ্যোগে তাদের সম্ভাবনা উন্মোচিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন