ইভি চার্জিং ব্যবসায় ঝুঁকছে এলজি ইলেকট্রনিকস

বণিক বার্তা ডেস্ক

অ্যাপলম্যাংগো নামে দক্ষিণ কোরীয় একটি ইভি চার্জার ডেভেলপার অধিগ্রহণ করতে যাচ্ছে এলজি ইলেকট্রনিকস। এর মাধ্যমে ইভি চার্জিং ব্যবসায় ঝুঁকছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।

এক বিবৃতিতে এলজি ইলেকট্রনিকসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাইক কি-মুন বলেন, পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির ফলে ইভি চার্জিং বাজার সামনের দিনগুলোয় অনেক সম্প্রসারিত হবে। বিজনেস টু বিজনেস (বিটুবি) খাতে আমাদের অভিজ্ঞতায় ভর করে বৈচিত্র্যময় গ্রাহক শ্রেণীর জন্য যানবাহন চার্জিং ব্যবস্থা সরবরাহে ভূমিকা রাখতে চাই আমরা।

অ্যাপলম্যাংগোর ৬০ শতাংশ শেয়ার মালিকানা থাকবে এলজি ইলেকট্রনিকসের। এছাড়া জিএস এনার্জি জিএস নিওটেকের শেয়ার মালিকানা থাকবে যথাক্রমে ৩৪ শতাংশ। কী পরিমাণ অর্থে অধিগ্রহণটি সম্পন্ন হয়েছে, তথ্য নিশ্চিত করেনি কোনো পক্ষই। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ৭৮ লাখ ডলার বা হাজার কোটি ওনে সম্পন্ন হয়েছে অধিগ্রহণ।

লোকসানি মোবাইল ব্যবসা বন্ধের প্রায় এক বছর পর ইভির মতো একটি উদীয়মান খাতে প্রবেশ করল দক্ষিণ কোরিয়াভিত্তিক জায়ান্টটি। ইভি, ইন্টারনেট অব থিংস (আইওটি) বিটুবি খাতের ওপর জোর দিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা করছে এলজি। আগে থেকেই ইভি ব্যাটারি তৈরি, এনার্জি স্টোরেজ সিস্টেমস এনার্জি ম্যানেজমেন্ট সলিউশনস চার্জার তৈরি করে আসছিল এলজি। এবার চার্জিং স্টেশন ব্যবসায় যুক্ত হওয়ার মাধ্যমে খাতে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে চাইছে তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন