আইডিসির প্রতিবেদন

কম্পিউটার মনিটরের বৈশ্বিক বাজার আরো কমবে

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বে মাত্র কোটি ৬৫ লাখ ইউনিট মনিটর বিক্রি হয়েছে। বিক্রির হার গত বছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক শতাংশ বেড়েছে। তবে সামনে বিক্রি আরো কমবে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে তথ্য জানা গেছে। খবর গ্যাজেটসনাউ।

বিশ্বজুড়ে চলমান মন্দার মধ্যে সরবরাহ চেইন দক্ষতা বাণিজ্যিক বিক্রির মাধ্যমে ২২ দশমিক শতাংশ বাজার দখলে রেখে শীর্ষে ছিল ডেল। সামগ্রিকভাবে বাজারে দুই ধরনের প্রভাব ছিল। বাণিজ্যিক বাজার একদিকে শতাংশ বেড়েছে, অন্যদিকে ভোক্তা পর্যায়ে শতাংশ কমেছে। এদিক থেকে স্যামসাং বছরওয়ারি হিসেবে প্রবৃদ্ধির মুখ দেখেছে। এওসি ফিলিপসের মালিকানা প্রতিষ্ঠান টিপিভি চীনের বাজার পূর্ব ইউরোপের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইডিসির ক্লায়েন্ট ডিভাইস ট্র্যাকার বিভাগের গবেষণা পরিচালক জে চু বলেন, কভিড-১৯ মহামারীর পর বিভিন্ন দেশ পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ বাজেট বিমুখতার কারণে গ্রাহকদের চাহিদাও উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে।

তিনি বলেন, কিছু উদীয়মান বাজারে গ্রাহকদের চাহিদা সীমিত সময়ের জন্য বাড়বে। কারণে সেখানকার প্রতিষ্ঠানগুলো ব্যাকলগের চাহিদা পূরণ করছে। গেমিং কর্মক্ষেত্রে ফেরত আসা শুরু হওয়ায় চাহিদা কিছু সময় বাড়তি থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন