চার শহরে ফ্লাইট বাতিল আমেরিকান এয়ারলাইনসের

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের কয়েকটি ছোট শহরে পরিষেবা বন্ধ করছে আমেরিকান এয়ারলাইনস। আগামী সেপ্টেম্বর থেকে আইওয়া অঙ্গরাজ্যের ডুবিউকসহ চারটি শহরে বন্ধ হচ্ছে প্রতিষ্ঠানটির আকাশপথে যোগাযোগ পরিষেবা। আর এজন্য পাইলট সংকটের কথা উল্লেখ করা হচ্ছে। খবর এপি।

সংশ্লিষ্টরা বলছেন, অঞ্চলে পাইলট সংকট দেখা দিয়েছে। সে কারণে কেবল আমেরিকান এয়ারলাইনসই নয়, ইউনাইটেড ডেল্টা এয়ারলাইনসও রুটে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ফলে বেশকিছু ছোট শহর অঞ্চলে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে।

সে হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে টোলেডো, ওহাইও, আইস্লিপ ডুবিউক শহরে আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। তবে সময়ের পরে যেসব গ্রাহকের টিকিট বুকিং ছিল তাদের জন্য সুবিধাজনক ব্যবস্থা করে দেবে প্রতিষ্ঠানটি। তবে সরাসরি শহরগুলোর বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ড না করলেও ৪৫-১২০ মাইলের মধ্যে অবস্থিত বিমানবন্দর ব্যবহার করে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন