
ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে স্পেনে জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়ে গিয়েছে। এ অবস্থায় অর্থনৈতিক পতন এবং স্প্যানিশদের কিছুটা স্বস্তি দিতে ৯০০ কোটি ইউরো মূল্যের অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ব্যবস্থাগুলোর মধ্যে বিদ্যুতের ওপর কর ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা, মাসিক ট্রানজিট পাসের খরচ কমানো এবং ১৪ হাজার ইউরোর কম উপার্জনকারী মানুষকে ২০০ ইউরো এককালীন অর্থসহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্স