প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল

৩০০ কোটি টাকার অনুদান দিল বিএবি

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০০ কোটি টাকার অনুদান দিয়েছে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব . আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। শুরুতে বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বেসরকারি ব্যাংকগুলোর পক্ষে ৩০০ কোটি টাকার প্রতীকী চেক হস্তান্তর করেন। পরে ব্যাংকগুলোর চেয়ারম্যান পরিচালকরা নিজ নিজ ব্যাংকের চেক তুলে দেন।

বিষয়ে বিএবি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বণিক বার্তাকে বলেন, যেকোনো প্রকৃতিক দুর্যোগ সংকটের সময় দেশের ব্যাংকগুলো নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এর অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেসরকারি ব্যাংকগুলোর পক্ষ থেকে ৩০০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন