জ্বালানি তেলের জন্য রাশিয়া সফরে শ্রীলংকার ২ মন্ত্রী

বণিক বার্তা অনলাইন

কলম্বোর একটি ফুয়েল স্টেশনে ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন এক সেনা কর্মকর্তা ছবি: এপি

জ্বালানি তেল সংকট মোকাবেলায় এবার রাশিয়া যাচ্ছেন শ্রীলংকার দুই মন্ত্রী চলমান অর্থনৈতিক সংকটে এরই মধ্যে ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে মস্কো সফরে যাচ্ছেন শ্রীলংকার মন্ত্রী খবর এপি

শ্রীলংকার বিদ্যুত্ জ্বালানি মন্ত্রী কাঞ্চনা বিজেসেকেরা বলেন, সোমবার রাশিয়ার উদ্দেশ্যে দুই মন্ত্রী দেশ ত্যাগ করবেন তারা সেখানে বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় সরাসরি জ্বালানি তেল ক্রয় দুই দেশের অন্যান্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন

দেশের জনগণকে জ্বালানি তেলের জন্য লাইনে না দাঁড়াতে আহ্বান করেন বিজেসেকেরা তিনি বলেন, ব্যাংকিং লজিস্টিক কারণে জ্বালানি তেলের নতুন চালান আসতে দেরি হবে  

শ্রীলংকার বিদ্যু জ্বালানি মন্ত্রী এমন সময়ে বক্তব্য দেন যখন দেশটিতে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল সফর করছে প্রতিনিধি দলটি দ্বীপ রাষ্ট্রটির চলমান অর্থনৈতিক সংকট প্রয়োজনীয় সরবরাহের তীব্র ঘাটতি থেকে উত্তরণের উপায় খুঁজছে

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের সীমিত মজুদটি আগামী সপ্তাহ থেকে অল্প কিছু স্টেশনে বন্টন করা হবে পরবর্তী চালান না আসা পর্যন্ত গণপরিবহন, বিদ্যুত্ কেন্দ্র শিল্প কলকারখানা গুলো প্রাধান্য পাবে গত মাসে শ্রীলংকা তার এক মাত্র তেল শোধনাগারটি পুনরায় চালু করা জন্য ৯০ হাজার মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ক্রয় করেছে

মন্ত্রী আরো বলেন, সরাসরি রাশিয়া সরকার কিংবা রুশ কোম্পানি থেকে জ্বালানি তেলের ব্যবস্থা করা গেলে শ্রীলংকার জন্য সুবিধাজনক হবে তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে শ্রীলংকার দূতাবাস

চলতি বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো শ্রীলংকাও ইউরোপের যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন