মুকেশ আম্বানির রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে শুনানি করবে ভারতের সুপ্রিম কোর্ট

বণিক বার্তা অনলাইন

ছবি: এনডিটিভি

শিল্পপতি মুকেশ আম্বানিকে মহারাষ্ট্র সরকার প্রদত্ত রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে শুনানিতে সম্মত হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে।

কেন্দ্র সরকারের নির্দেশনা মোতাবেক মুকেশ আম্বানি তার পরিবারের নিরাপত্তা দিয়ে আসছিল মহারাষ্ট্রের রাজ্য সরকার সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট জনস্বার্থে দায়ের করা এক মামলায় আম্বানি পরিবারকে দেয়া নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পরে। কেন্দ্রের আবেদনে ত্রিপুরা হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি করবে সুপ্রিম কোর্ট

ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়, নির্দিষ্ট কোন ব্যক্তি বা পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি জনস্বার্থের বিষয় হতে পারে না আম্বানির নিরাপত্তা বিষয়ে ত্রিপুরা হাইকোর্টের আপিলের কোন ভিত্তি নেই সময় ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাকে তলব করার বিরোধীতা করে কেন্দ্র সরকার

এর আগে কেন্দ্রের পক্ষ থেকে আম্বানি তার পরিবারের জীবননাশের হুমকির কথা জানানো হয় মহারাষ্ট্র সরকার কে এর পরপরই আম্বানি তার পরিবারের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে মহারাষ্ট্র সরকার

কেন্দ্রের পক্ষ থেকে আজ এটর্নি জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, আম্বানিকে নিরাপত্তা দেয়ার ব্যাপরে আইনানুগ সিদ্ধান্ত নেয়ার কোন এখতিয়ার নেই ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা হাই কোর্টের

দেশটির হাইকোর্ট আম্বানির নিরাপত্তা হুমকি সংক্রান্ত প্রয়োজনীর নথি-পত্র নিয়ে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা কে আদালতে উপস্থিত হতে বলেছেন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন