দুই ঘণ্টায় ৬২ শতাংশ সিকিউরিটিজের দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। মাঝে সূচকটি কিছুটা কমলেও বেলা ১২টা পর্যন্ত আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯০ ও শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৩৪টির বা ৬১ দশমিক ৭৪ শতাংশ, কমেছে ৯৭টির বা ২৫ দশমিক ৫৯ শতাংশ, আর অপরবর্তিত রয়েছে ৪৮টি বা ১২ দশমিক ৬৬ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২৮৯ কোটি ১৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন