যুদ্ধ শুরুর ৪ মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন পুতিন

বণিক বার্তা অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : রয়টার্স

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এশিয়ার দুটি দেশে সফর করবেন তিনি। রাষ্ট্রীয় গণমাধ্যম রোশিয়া ওয়ানের বরাত দিয়ে আজ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সংবাদদাতা পাভেল জারুবিন জানিয়েছেন, এ সপ্তাহে তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফর করবেন পুতিন। এ সফর শেষে মস্কোতে ফিরবেন তিনি। এরপর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে এক আলোচনায় বসবেন পুতিন।

জারুবিন আরো জানান, প্রথমে তাজিকিস্তানে সফরে যাবেন। রাজধানী দুশানবেতে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর তুর্কমেনিস্তান সফর করবেন রুশ প্রেসিডেন্ট। দেশটির রাজধানী আশগাবাতে কাস্পিয়ান দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। যে সম্মলেনে অংশ নিচ্ছে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতারা। 

ইউক্রেন যুদ্ধের আগে সবশেষ বিদেশ সফর ছিল চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে। সেসময় তিনি চীন সফর করেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন