সালমান এফ রহমানের সঙ্গে ঠিকাদার ঐক্য পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ করে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। এমন অবস্থায় চলমান কাজগুলোর মূল্য সমন্বয় এবং নতুন রেট শিডিউলের দাবিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদ।

গতকাল বিডা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঠিকাদার ঐক্য পরিষদের সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক . আব্দুর রাজ্জাক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির ডিরেক্টর হাসান মাহমুদ বাবু, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি মো. বশির আহমেদ প্রমুখ।

সভায় ঠিকাদার ঐক্য পরিষদের নেতারা বলেন, এক বছরের অধিক সময় ধরে নির্মাণ প্রকল্পের মূল উপকরণগুলোর মূল্য অস্বাভাবিক লাগামহীনভাবে বেড়েছে। পাশাপাশি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আমদানীকৃত সব নির্মাণ মালামাল যন্ত্রপাতির মূল্যও ক্রমান্বয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে। এছাড়া নির্মাণ প্রকল্পে ব্যবহূত পানি বিদ্যুৎ বিল চুক্তি করা রেটের সঙ্গে সন্নিবেশিত না থাকায় ঠিকাদারকে তা পরিশোধ করতে হয়। গত অর্থবছরে দরপত্র দাখিলের সময় শতাংশ হারে এআইটি ধার্য থাকলেও এখন তা শতাংশ। এমন পরিস্থিতিতে প্রকল্পের অগ্রগতিতে অতি মন্থরতা দেখা দিয়েছে।

ঠিকাদার নেতারা জানান, সরকার ঘোষিত পাবলিক প্রকিউরমেন্ট রেজল্যুশন ধারা অনুযায়ী জিওবি ফান্ডেড প্রকল্পে ১৮ মাসের অধিক কার্যকালের দরপত্রে প্রাইস অ্যাডজাস্টমেন্ট ক্লজ সন্নিবেশিত করার বিধান থাকলেও প্রকিউরমেন্ট এনটিটি তা অনুসরণ করেন না। নির্মাণসামগ্রীর বাজারদর বহুবার বাড়লেও রেট শিডিউল হালনাগাদ করা হয়নি।

সভায় ঠিকাদার ঐক্য পরিষদের দাবিগুলোর একটি কপি সালমান এফ রহমানকে দেয়া হয়। সময় তিনি দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন