বিসিক

ঢাকায় ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও উদ্যোক্তা মেলা শুরু

সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্যের বিকাশ, প্রচার, প্রসারের জন্য রাজধানীর মতিঝিলের বিসিক জেলা কার্যালয় (ঢাকা) প্রাঙ্গণে শুরু হয়েছে ক্রেতা-বিক্রেতা সম্মিলন উদ্যোক্তা মেলা। গতকাল বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান (গ্রেড-) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মিলন উদ্যোক্তা মেলার উদ্বোধন ঘোষণা করেন।

সম্মিলন মেলায় সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন চামড়াজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, মধু, পাটজাত পণ্য, বুটিকস ইত্যাদি প্রদর্শিত হবে বিক্রয় করা হবে। এখানে ৪৭টি স্টলে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। সম্মিলন মেলা চলবে জুলাই (শুক্র-শনি ব্যতীত) পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে সকালে সিএমএসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাত রফতানি প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবির অর্গানাইজেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক . মুহাম্মদ শরীয়ত উল্লাহ। সেমিনারে সভাপতিত্ব করেন বিসিকের উপমহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন