সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারবিরোধীরা গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

সরকারবিরোধী চক্র শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করাসহ দেশে বিরাজমান গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, তাদের অশুভ তত্পরতাকে প্রতিহত করতে সরকার সর্বদা সজাগ। সরকারবিরোধী স্লোগান প্রদানকারীদের যেকোনো গুজব, অপপ্রচার নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গতকাল জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সদস্য রুমানা আলীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে বিশৃঙ্খলা, বিঘ্ন সৃষ্টি সরকার তথা ১৭ কোটি মানুষের অর্জনকে ম্লান করে দিতে চায় তাদের কোনোভাবে ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় এনে বিচারের জন্য সোপর্দ করা হবে। সরকার দেশের জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলার উন্নয়ন শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। অপরাধী যে- হোক না কেন, যে দলের হোক না কেন তাদের দমনে সরকার অত্যন্ত কঠোর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন