যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষকের বিরুদ্ধে প্রকৌশলীকে পেটানোর অভিযোগ

বণিক বার্তা প্রতিনিধি, যশোর

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক . ইকবাল কবীর জাহিদের বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক . ইকবাল কবীর জাহিদ।

শনিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, শনিবার আইকিউএসি আয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। প্রশিক্ষণ চলাকালে দুপুর আড়াইটার দিকে আজিজ নামে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত এক ছাত্র আমাকে বলেন, . ইকবাল কবীর জাহিদ স্যার আপনাকে ডাকছেন। জাহিদ স্যারের কথা শুনে আমি রুমের বাইরে বের হই। দরজার বাইরে এলে . জাহিদ একাডেমিক ভবনের পশ্চিম পাশে সিঁড়ির নিচে আমাকে ডেকে নিয়ে যান। সময় তিনি গালাগাল করে আমার কানে থাপ্পড় মারেন। এরপর আজিজও আমাকে চড়থাপ্পড় মেরে লাঞ্ছিত করে। সময় আমাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন