বাউবিতে অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুনর্মিলনী

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ। সংবর্ধনাকে  কেন্দ্র করে গতকাল বাউবি ক্যাম্পাসে নতুন পুরনোদের মিলনমেলা ঘটে। আবেগ-উচ্ছ্বাস ভালো লাগায় সাবেকরা ক্যাম্পাসে দিনভর স্মৃতিচারণায় মুখর হয়ে ওঠেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি  উপাচার্য অধ্যাপক . সৈয়দ হুমায়ুন আখতার অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের মেধা অসামান্য অবদানের কথা উল্লেখ করে বলেন, বাউবি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের সংবর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সুযোগ পেয়ে আমি আনন্দিত গর্বিত।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক . মাহবুবা নাসরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক . নাসিম বানু ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। উল্লেখ্য, ১৯৯২ সালে বাউবি প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম সংবর্ধনা পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন