শুদ্ধাচার পুরস্কার পেলেন বিএসইসির দুই কর্মকর্তা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ পেয়েছেন। জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিএসইসি পুরস্কারের জন্য তাদের নির্বাচিত করে। শুদ্ধাচার পুরস্কার পাওয়া দুই কর্মকর্তা হলেন বিএসইসির উপপরিচালক মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত ব্যক্তিগত কর্মকর্তা নাঈম আহমেদ। পেশাগত জ্ঞান, দক্ষতা সততার নিদর্শনসহ ২৩টি সূচকে সর্বোচ্চ ফলাফলের জন্য নিজ নিজ ক্যাটাগরিতে তারা পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে তাদের হাতে সম্মাননা সনদ চেক প্রদান করা হয়। উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম। এছাড়া উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক . শেখ শামসুদ্দিন আহমেদ . রুমানা ইসলাম। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন