জুলাইয়ে সোলো অ্যালবাম আনছে বিটিএস র‍্যাপার জে-হোপ

ফিচার ডেস্ক

জে-হোপ

কিছুদিন আগেই বিটিএস থেকে ঘোষণা আসে এবার তারা সোলো অ্যালবামের দিকে মনোনিবেশ করবে। এবার সে পথেই হাঁটছে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। শনিবার বিটিএস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিটিএস আর্মিদের জানানো হয়, আগামী মাসে প্রকাশ পেতে যাচ্ছে বিটিএস র‍্যাপার জে হোপের প্রথম সোলো অ্যালবাম। সব ঠিক থাকলে ১৫ জুলাই আসতে চলেছে জে-হোপের অ্যালবাম জ্যাক ইন দ্য বক্স 

অফিশিয়াল ঘোষণায় আরো বলা হয়েছে, মূলত বিটিএসের পরিবর্তন আনতেই  জ্যাক ইন দ্য বক্স একজন গায়ক হিসেবে জে-হোপের নিজস্ব সংগীত চিন্তা গায়কী উপস্থাপনের উদ্দেশ্যেই অ্যালবাম। 

চলতি মাসের শুরুতেই নিয়ে কথা বলেছিলেন জে-হোপ। তিনি বলেন, বিটিএসের পদক্ষেপটি আমি ব্যক্তিগতভাবে ভালোভাবেই সমর্থন জানাই। আমি আশা করছি, বিটিএস ভক্তরা এটাকে নেতিবাচক দেখবেন না। আমি মনে করি, এর মাধ্যমে বিটিএস আরো শক্তিশালীভাবে মানুষের কাছে যেতে পারবে।

২০১৩ সালের ১৩ জুন যাত্রা হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রুফ এটি বিটিএসের ষষ্ঠ অ্যালবাম। ২৮টি গান নিয়ে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়ে বিলবোর্ডের তালিকার শীর্ষে ২০০ স্থান করে নিয়েছে প্রুফ বিলবোর্ডের হিসেবে যুক্তরাষ্ট্রেই অ্যালবামের কয়েক লাখ সিডি বিক্রি হয়েছে।

বিটিএসের নয় বছরের যাত্রাকে তুলে ধরা হয়েছে প্রুফের টাইটেল ট্র্যাক ইয়েট টু কাম-এর মাধ্যমে। প্রকাশের তিনদিনের মধ্যেই সাড়ে সাত কোটি ভিউ ছাড়িয়ে যায় গানটি।

অ্যালবামটি প্রকাশের আগেই বিটিএস জানিয়েছিল, বর্তমানে সোলো গানের বিষয়ে জোর দিচ্ছে এজন্য, তারা কিছুদিনের বিরতি নিতে যাচ্ছে। খবরটি বিটিএস আর্মিদের ভাবিয়ে তুলেছিল। 

 

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন