রুশ স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা দেবে জি-৭

বণিক বার্তা অনলাইন

রাশিয়া থেকে স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জি-৭ জোটভুক্ত দেশগুলো। আগামী মঙ্গলবার নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আজ রোববার জি-৭ সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর রয়টার্স।


সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া স্বর্ণ রফতানির মাধ্যমে কয়েক হাজার কোটি ডলার আয় করে। জি-৭ ভুক্ত দেশগুলো রাশিয়া থেকে মূল্যবান ধাতুটির আমদানি বন্ধে একমত হয়েছে। প্রাথমিকভাবে যুক্তরাজ্য, জাপান, কানাডা ও যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।


ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই রুশ অর্থ ব্যবস্থার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। সর্বশেষ দেশটি থেকে জ্বালানি তেল আমদানি বন্ধে একমত হয় ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সংশ্লিষ্টরা বলছেন, ইউক্রেনে যুদ্ধ ও সহিংসতা বন্ধে রাশিয়ার ওপর অব্যাহত চাপ প্রয়োগ করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। এ ধারাবাহিকতায় স্বর্ণ খাতেরও ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন