ইংল্যান্ডে করোনায় আক্রান্ত রোহিত

বণিক বার্তা অনলাইন

ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহাম টেস্টের আগে বড় একটি ধাক্কাই খেল ভারত দল। করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। স্থানীয় সময় শনিবার  অ্যান্টিজেন টেস্টে রোহিত শর্মার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। রোববার দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এ তথ্য নিশ্চিত করেছে। খবর দ্য হিন্দু। 

বিসিসিআই জানায়, ইংল্যান্ডে টিম হোটেলে রোহিত এখন আইসোলেশনে আছেন। তিনি লিস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট করেছিলেন কিন্তু দ্বিতীয় দিন মাঠে নামেন নি। খেলার তৃতীয় দিন শেষে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়।

আগামী ১ জুলাই পঞ্চম টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে। যদি রোহিত শর্মা ছয় দিনের বেশি সময় ধরে আইসোলেশনে থাকেন সে ক্ষেত্রে পেসার জসপ্রিত বুমরাহ ও উইকেট রক্ষক ঋষভ পন্তর মধ্যে একজন হয়তো ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। 

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার অ্যান্টিজেন টেস্ট করার পর ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা করোনা পজিটিভ বলে জানা যায়। রোহিত এখন হোটলের নিজ কক্ষে আইসোলেশনে আছেন এবং বিসিসিআই-এর মেডিকেল দলের সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন। 

এদিকে, কভিড পজিটিভ হওয়ার কারণে দলের অফ-স্পিনার রবিচন্দ্র অশ্বিনও দেরিতে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেন। 




এই বিভাগের আরও খবর

আরও পড়ুন