ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৯৮ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে ৯ দশমিক ১৮ শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৮ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ৭৭ লাখ ৩ হাজার ৪০০ টাকা।
দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫ কোটি ৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১ কোটি ৬১ হাজার টাকা।
গত সপ্তাহে ৮ দশমিক ৩১ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২ কোটি ৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৪১ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২ কোটি ৮১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। তালিকায় পরের অবস্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৮ দশমিক শূন্য ৩ শতাংশ। তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো যথাক্রমে:
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।